Class 8 Geography Chapter 5 Question Answer WBBSE
Class 8 Geography Chapter 5 Question Answer WBBSE

Class 8 Geography Chapter 5 Question Answer WBBSE

মেঘ বৃষ্টি প্রশ্নোত্তর । অষ্টম শ্রেণী ভূগোল পঞ্চম অধ্যায় । Megh Brishti Question Answer । Class 8 Geography Chapter 5 Question Answer WBBSE

  1. বেশি উচ্চতার মেঘগুলির নাম লেখা।

উত্তর: বেশি উচ্চতার মেঘগুলি হল- সিরাস, সিরোস্ট্র্যাটাস ও সিরোকিউমুলাস।

2. বেশি উচ্চতার মেঘ বলতে কত উচ্চতাকে বোঝায়?

উত্তর: বেশি উচ্চতার মেঘ বলতে গড় নিম্নতম উচ্চতা ২০ হাজার ফিট উচ্চতাকে বোঝায়।

3. সিরাস মেঘ কেমন দেখতে?

উত্তর: সিরাস মেঘ দেখতে সাদা রঙের পালকের মতো দেখতে।

4. সিরাস মেঘ কেমন আবহাওয়াকে নির্দেশ করে?

উত্তর: সিরাস মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া-কে নির্দেশ করে।

5. সিরোস্ট্র্যাটাস মেঘ কেমন দেখতে?

উত্তর: সিরোস্ট্র্যাটাস মেঘ দুধের মতো সাদা এবং চাদরের মতো আকাশ ঢেকে থাকে।

6. কোন মেঘ সূর্যের চারদিকে বলয়ের মতো অবস্থান করে?

উত্তর: সিরোস্ট্র্যাটাস মেঘ সূর্যের চারদিকে বলয়ের মতো অবস্থান করে।

7. সিরোকিউমুলাস মেঘ কেমন দেখতে?

উত্তর: সিরোকিউমুলাস মেঘ পেঁজা তুলোর মতো দেখতে এবং এই মেঘে ঢাকা আকাশ ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে লাগে।

8. কোন মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল আকাশ (Mackerel Sky) বলে?

উত্তর: সিরোকিউমুলাস মেঘ- ঢাকা আকাশকে ম্যাকারেল আকাশ (Mackerel Sky) বলে।

9. মাঝারি উচ্চতার মেঘ বলতে কত উচ্চতাকে বোঝায়?

উত্তর: মাঝারি উচ্চতার মেঘ বলতে গড় ৬,৫০০ ফিট থেকে ২০,০০০ ফিট উচ্চতাকে বোঝায়।

10. মাঝারি উচ্চতার মেঘগুলির নাম লেখা।

উত্তর: মাঝারি উচ্চতার মেঘগুলির নাম হল অল্টোস্ট্র্যাটাস ও অল্টোকিউমুলাস।

11. অল্টোস্ট্র্যাটাস মেঘ কেমন দেখতে?

উত্তর: অল্টোস্ট্র্যাটাস মেঘ ধূসর থেকে নীল রঙের, অনেকটা তন্তুর মতো দেখতে।

12. অল্টোস্ট্র্যাটাস মেঘ কেমন আবহাওয়ার পূর্বাভাস দেয়?

উত্তর: অল্টোস্ট্র্যাটাস মেঘ একটানা বৃষ্টিপাত-এর পূর্বাভাস দেয়।

13. অল্টোকিউমুলাস মেঘ কেমন দেখতে?

উত্তর: অল্টোকিউমুলাস মেঘ চ্যাপ্টা, গোলাকার, সাদা থেকে ধূসর রঙের, অনেকটা ঢেউয়ের মতো অবস্থান করে।

14. নিম্ন উচ্চতার মেঘ বলতে কত উচ্চতাকে বোঝায়?

উত্তর: নিম্ন উচ্চতার মেঘ বলতে গড় সর্বোচ্চ ৬,৫০০ ফিট উচ্চতাকে বোঝায়।

15. নিম্ন উচ্চতার মেঘগুলির নাম লেখো?

উত্তর: নিম্ন উচ্চতার মেঘগুলির নাম হল স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস ও নিম্বোস্ট্র্যাটাস।

16. স্ট্র্যাটোকিউমুলাস মেঘ কেমন দেখতে?

উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস মেঘ অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে।

17. কোন মেঘের আকাশকে ‘Bumpy Cloud’ বলে?

উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস মেঘ-এর আকাশকে ‘Bumpy Cloud’ বলে।

18. স্ট্র্যাটোকিউমুলাস মেঘের আকাশকে ‘Bumpy Cloud’ বলে কেন?

উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস মেঘের আকাশ দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই একে ‘Bumpy Cloud’ বলে।

19. স্ট্র্যাটাস মেঘ কেমন দেখতে?

উত্তর: স্ট্র্যাটাস মেঘ সাদা থেকে ধূসর রঙের এবং সারা আকাশ কুয়াশার মতো ঢেকে রাখে।

20. স্ট্র্যাটাস মেঘে কেমন বৃষ্টিপাত হয়?

উত্তর: স্ট্র্যাটাস মেঘে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

21. নিম্বোস্ট্র্যাটাস মেঘ কেমন দেখতে?

উত্তর: নিম্বোস্ট্র্যাটাস মেঘ ঘন, পুরু, ধূসর থেকে কালো রঙের দেখতে।

22. নিম্বোস্ট্র্যাটাস মেঘ কেমন আবহাওয়া নির্দেশ করে?

উত্তর: নিম্বোস্ট্র্যাটাস মেঘ খারাপ আবহাওয়া নির্দেশ করে ও একটানা বৃষ্টিপাত হয়।

23. উলম্ব মেঘের উচ্চতা কত?

উত্তর: উলম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা ১,৬০০ ফিট।

24. উলম্ব মেঘগুলির নাম লেখো।

উত্তর: উলম্ব মেঘগুলির নাম হল কিউমুলাস ও কিউমুলোনিম্বাস।

25. কিউমুলাস মেঘ কেমন দেখতে?

উত্তর: কিউমুলাস মেঘ পূ্রু, ঘন, উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো এবং তলদেশে সমতল।

26. কিউমুলাস মেঘ কেমন আবহাওয়া নির্দেশ করে?

উত্তর: কিউমুলাস মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে।

27. কিউমুলোনিম্বাস মেঘ কেমন দেখতে?

উত্তর: কিউমুলোনিম্বাস মেঘ অনেকটা গম্বুজের মতো দেখতে, সাদা-ধূসর ও কালো রঙের হয়।

28. কিউমুলোনিম্বাস মেঘের বিস্তার কতটা?

উত্তর: কিউমুলোনিম্বাস মেঘের বিস্তার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় ১২ হাজার ফিট পর্যন্ত।

29. কিউমুলোনিম্বাস মেঘে কেমন বৃষ্টিপাত হয়?

উত্তর: কিউমুলোনিম্বাস মেঘে বজ্রবিদ্যুৎ সহ ভীষণ ঝড়বৃষ্টি হয়।

30. কোন মেঘকে বজ্রমেঘ বলে?

উত্তর: কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলে।

31. কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলে কেন?

উত্তর: কিউমুলোনিম্বাস মেঘে বজ্রবিদ্যুৎ সহ ভীষণ ঝড়বৃষ্টি হয়, তাই এই মেঘকে বজ্রমেঘ বলে।

 32. মেঘের জলকণার ব্যাস কত হয়?

উত্তর: মেঘের জলকণাগুলোর ব্যাস সাধারণত ০.০২ মিমি হয়। 

33. বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ সৃষ্টি হয়?

উত্তর: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘের সৃষ্টি হয়।

34. বাষ্পীভবন কাকে বলে?

উত্তর: জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।

35. সম্পৃক্ত বায়ু কাকে বলে?

উত্তর: কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয়বাষ্প থাকলে তাকে সম্পৃক্ত বায়ু বলে।

36. শিশিরাঙ্ক কাকে বলে?

উত্তর: যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে।

37. ঘনীভবন কাকে বলে?

উত্তর: জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।

38. অধঃক্ষেপণ কাকে বলে?

উত্তর: পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা ও বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে।

39. আমাদের সবচেয়ে পরিচিত অধক্ষেপণের নাম কী?

উত্তর: আমাদের সবচেয়ে পরিচিত অধক্ষেপণের নাম বৃষ্টিপাত।

40. নিরক্ষীয় অঞ্চলে দিনের কোন সময় পরিচলন বৃষ্টিপাত হয়?

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়।

41. প্রতিবাত ঢাল কাকে বলে?

উত্তর: পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাত ঢাল বলে।

42. অনুবাত ঢাল কাকে বলে?

উত্তর: পর্বতের যে ঢাল বরাবর বায়ু নীচের দিকে নামে তাকে অনুবাত ঢাল।

43. পর্বতের কোন ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে?

উত্তর: পর্বতের অনুবাত ঢাল-কে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।

44. শৈলোৎক্ষেপ কথার অর্থ কী?

উত্তর: ‘শৈল’ কথার অর্থ পর্বত এবং ‘উৎক্ষেপ’ কথার অর্থ উপরে ওঠা। পর্বতের দ্বারা বাধা পেয়ে বায়ু উপরে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটায় বলে, এই বৃষ্টিপাতের নাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।

45. চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত কত?

উত্তর: চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ১১,৭৭৭ মিলিমিটার।

46. শিলং-এর গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উত্তর: শিলং-এর গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২,২০৭ মিলিমিটার।

47. ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি কোথায় হয়?

উত্তর: ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি ৫° থেকে ২০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে হয়।

48. ঘূর্ণাবাতের চোখ কাকে বলে?

উত্তর: ঘূর্ণাবাতের কেন্দ্রে বায়ুর চাপ সবথেকে কম থাকে, এই কেন্দ্রের অংশকে ঘূর্ণাবাতের চোখ বলে।

49. ঘূর্ণাবাতের কেন্দ্রে আবহাওয়া কেমন থাকে?

উত্তর: ঘূর্ণাবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়।

50. ঘূর্ণাবাত কোথায় বেশি শক্তিশালী?

উত্তর: ঘূর্ণাবাত জলভাগের উপর বেশি শক্তিশালী।

51. ঘূর্ণাবাত কোথায় দুর্বল হয়ে পড়ে?

উত্তর: ঘূর্ণাবাত স্থলভাগে প্রবেশ করার পর দুর্বল হয়ে পড়ে।

52. ২০০৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবাতের নাম কী?

উত্তর: ২০০৯ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবাতের নাম আয়লা।

53. ২০১৩ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবাতের নাম কী?

উত্তর: ২০১৩ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবাতের নাম ফাইলিন।

54. বঙ্গোপসাগরে ঘূর্ণাবাত কী নামে পরিচিত?

উত্তর: বঙ্গোপসাগরে ঘূর্ণাবাত সাইক্লোন নামে পরিচিত।

55. ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণাবাত কী নামে পরিচিত?

উত্তর: ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণাবাত হ্যারিকেন নামে পরিচিত।

56. পূর্ব চিন সাগরে ঘূর্ণাবাত কী নামে পরিচিত?

উত্তর: পূর্ব চিন সাগরে ঘূর্ণাবাত টাইফুন নামে পরিচিত।

57. গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আকার কত?

উত্তর: গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আকার ০.৫ মিলিমিটার ব্যাস বিশিষ্ট

58. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কাকে বলে?

উত্তর: খুব ছোটো ছোটো জলকণা ভূপৃষ্ঠে ঝড়ে পড়লে তাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে।

59. স্লিট কাকে বলে?

উত্তর: জলকণা ও তুষার কণার আংশিক রূপকে স্লিট বলে।

 60. পশ্চিমবঙ্গে কোন সময় শিলাবৃষ্টি হতে দেখা যায়?

উত্তর: পশ্চিমবঙ্গে বসন্ত ও গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়।

61. কোন পরিস্থিতিতে শিশির বেশি সৃষ্টি হয়?

উত্তর: মেঘমুক্ত রাতের আকাশ থাকলে শিশির বেশি সৃষ্টি হয়।

62. বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ।

63. সমবর্ষণরেখা কাকে বলে?

উত্তর: পৃথিবীর যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণরেখা বলে।

64. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?

উত্তর: কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ঐ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0

Subtotal