class 5 bengali golpo buro question answer

Class 5 bengali golpo buro question answer

গল্পবুড়ো - সুনির্মল বসু । প্রশ্নোত্তর । পঞ্চম শ্রেণী । Galpo Buro - Sunirmal Basu । class 5 bengali golpo buro question answer । WBBSE

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১) ‘উত্তরে হওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে ________ (গ্রীষ্ম/ শরৎ/ শীত/ বর্ষা) কালে হাওয়া বয়।

উত্তর: শীত।

১.২) থুত্থুড়ে শব্দটির অর্থ ________(চনমনে/ জড়োসড়ো/ জ্ঞানী/ নড়বড়ে)।

উত্তর: নড়বড়ে।

১.৩) রূপকথার গল্পে যেটি থাকেনা_______(দত্যি-দানো/ পক্ষীরাজ/ রাজপুত্তুর/ উড়োজাহাজ)।

উত্তর: উড়োজাহাজ।

১.৪) রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখক এর নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী/ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/ সত্যজিৎ রায়/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)

উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

২) নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও

২.১) লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? 

উত্তর: লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন।

২.২) সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখ? 

উত্তর: সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল ছানাবড়া, হইচই।

৩) এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি কর:

  • থা রূ ক প = রূপকথা
  • র ত্তু জ রা পু = রাজপুত্তুর
  • জ ক্ষী রা প = পক্ষীরাজ
  • ব প ম ন ন = মনপবন
  • জ গু বি আ = আজগুবি 

৪) অন্ত্যমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ:

উত্তর: {বাঁধা – ধাঁধা}, {পক্ষীরাজ – যক্ষিরাজ}, {কারখানা – দাঁড়খানা}, {ঝোলা – ভোলা},‌ {ঝলমলে – টলটলে}, {নন্দিনী – বন্দিনি}(অতিরিক্ত একটি দেওয়া হলো)

৫) বাক্য বাড়াও: 

৫.১) শীতকালে হাওয়া বইছে। (কেমন হওয়া?)

উত্তর: শীতকালে উত্তুরে হওয়া বইছে ।

৫.২) গল্পবুড়ো ডাকছে। (কেমন বুড়ো?)

উত্তর: থুত্থুরে গল্পবুড়ো ডাকছে।

৫.৩) গল্পবুড়োর মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন?)

উত্তর: গল্পবুড়োর চেঁচিয়ে মুখ ব্যথা।

৫.৪) গল্পবুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা?)

উত্তর: গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে। 

৫.৫) দেখবি যদি, আয়। (কিভাবে আসবে?)

উত্তর: দেখবি যদি জলদি আয়।

৬) ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ:

ক স্তম্ভ

খ স্তম্ভ

তল্পি 

কাল্পনিক গল্প

রূপকথা

বাতাস

ভোরে

দ্রুত

পবন

ঝোলা

সত্বর 

বিহানে

উত্তর

ক স্তম্ভ 

খ স্তম্ভ 

তল্পি 

ঝোলা

রূপকথা

কাল্পনিক গল্প

ভোরে 

বিহানে

পবন

বাতাস

সত্বর 

দ্রুত

৭) ‘ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও:

যেমন: i) রিক ডাক ছেড়ে তার বন্ধু অজয়কে ডাকছে রে।

ii) সবজি বিক্রেতাটি ডাক ছেড়ে সবাইকে ডাকছে রে।

৮) শব্দঝুড়ির থেকে শব্দ নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো:

{উত্তুরে, থুত্থুড়ে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্বর, শীত, রাজপুত্তুর, কারখানা}

উত্তর

বিশেষ্য

বিশেষণ

তল্পি

উত্তুরে

ঝোলা

থুত্থুরে

শীত

জলদি

রাজপুত্তুর

আজগুবি

কারখানা

সত্বর

৯) পক্ষীরাজ এর মতো (ক + ষ = ‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো:

উত্তর: বক্ষ, লক্ষী, নিরক্ষর, শিক্ষিত, ক্ষীর

১০) ক্রিয়ার নিচে দাগ দাও:

১০.১) বইছে হাওয়া উত্তুরে।

১০.২) ডাক ছেড়ে সে ডাকছে রে।

১০.৩) আয় রে ছুটে ছোট্টরা।

১০.৪) দেখবি যদি জলদি আয়

১০.৫) চেঁচিয়ে যে তার মুখ ব্যথা।

১২) নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১২.১) গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা অনুসারে শীতের ভোরে গল্পবুড়ো গল্প শোনাতে আসে।

১২.২) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা অনুসারে গল্পবুড়োর ঝোলায় বেশ কিছু গল্প রয়েছে যেমন দত্যি, দানব, যক্ষ্মিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, সার বাঁধা কড়ির পাহাড়, সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্ট মেলার হাট, কেশবতী নন্দিনী ইত্যাদি। 

১২.৩) গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় ?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা অনুসারে গল্পবুড়ো শীতকালের ভোরে ‘রূপকথা চাই রূপকথা’ বলে হাঁকতে থাকে। ছোটদের উদ্দেশ্যে সে ডাক দেয় যে তার ঝোলাতে নানা রকম মজাদার গল্প রয়েছে ছোটোরা যদি তাড়াতাড়ি আসে তবে সে তাদেরকে সেই গল্পগুলো শোনাবে এভাবেই গল্পবুড়ো শীতেকালের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়।

১২.৪) ‘রূপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?

উত্তর: সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতাটিতে যে রূপকথার বিষয়গুলি রয়েছে সেগুলি হল- দত্যি, দানব, যক্ষ্মিরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মনপবনের দাঁড়খানা, সার বাঁধা করি পাহাড়, চোখ ধাঁধানো হীরা মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্ট মেলার হাট, কেশবতী কন্যা ইত্যাদি।

১২.৫) গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না?

উত্তর: কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতা অনুসারে, যারা ঘুম ভেঙ্গে শীতের ভোরে গল্পবুড়োর ডাকে সাড়া দেবে না, গল্পবুড়ো তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের গল্প শোনাবে না। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0

Subtotal