Class 5 Bengali Bunohans Question Answer
বুনোহাঁস - লীলা মজুমদার প্রশ্নোত্তর । Bunohans - Lila Majumdar । Class 5 Bengali Bunohans Question Answer । WBBSE
বুনোহাঁস
১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখ:
১.১) আকাশের দিকে তাকালে তুমি দেখ_______(ঘরবাড়ি/ গাছপালা/ পোকামাকড়/ মেঘ-রোদ্দুর)।
উত্তর: মেঘ-রোদ্দুর।
১.২) হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো______(কিলিমাঞ্জারো/ আরাবল্লী/ আন্দিজ/ রকি)।
উত্তর: আরাবল্লী।
১.৩) এক রকমের হাঁসের নাম হলো_____(সোনা/ কুনো/ কালি/ বালি) – হাঁস।
উত্তর: বালি।
১.৪) পাখির ডানার_____(বোঁ বোঁ/ শন শন/ শোঁ শোঁ/ গাঁক গাঁক) শব্দ শোনা যায়।
উত্তর: শোঁ শোঁ।
২. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ:
ক | খ |
বরফ | শুরু |
বুনো | হিমানী |
কুঁড়ি | বন্য |
চঞ্চল | কলি |
আরম্ভ | অধীর |
উত্তর:
ক | খ |
বরফ | হিমানী |
বুনো | বন্য |
কুঁড়ি | কলি |
চঞ্চল | অধীর |
আরম্ভ | শুরু |
৩. সঙ্গী – (ঙ+গ) – এমন ‘ঙ্গ’ রয়েছে – এরকম পাঁচটি শব্দ লেখ:
উত্তর: জঙ্গল, গঙ্গা, বঙ্গ, বঙ্গোপসাগর, অঙ্গ।
৪. ঘটনাক্রমে সাজিয়ে লেখ:
৪.১) দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৪.২) হাঁসের ডানা জখম হলো।
৪.৩) সারা শীত কেটে গেল।
৪.৪) বুনোহাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.৫) আরেকটা বুনোহাঁসও নেমে এসে, এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে।
উত্তর: ১. বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
২. আরেকটা বুনো হাঁসও নেমে এসে, এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে।
৩. হাসেঁর ডানা জখম হলো।
৪. সারা শীত কেটে গেল।
৫. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৫. শূন্যস্থান পূরণ করো:
৫.১)______একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের____একটা ঘাঁটি ছিল।
উত্তর: লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল।
৫.২) জোয়ানদের_____ রাখার খালি জায়গা ছিল।
উত্তর: জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল।
৫.৩) আস্তে আস্তে হাঁসের_____ সারল ।
উত্তর: আস্তে আস্তে হাঁসের ডানা সারল।
৫.৪) দলে দলে____ তিরের ফলার আকারে, কেবলই_____ দিকে উড়ে চলেছে।
উত্তর: দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।
৫.৫)_____গাছে পাতার আর ফুলের_____ ধরল।
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
৬. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো:
বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল
বিশেষ্য | বিশেষণ |
জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী। | বুনো, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। |
৭. ক্রিয়ার নিচের দাগ দাও :
৭.১) বাড়ির জন্য ওদের মন কেমন করত।
উত্তর : বাড়ি জন্য ওদের মন কেমন করত ।
৭.২) পাখিরা আবার আসতে আরম্ভ করলো।
উত্তর: পাখিরা আবার আসতে আরম্ভ করলো।
৭.৩) দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।
উত্তর: দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।
৭.৪) সেখানে বুনো হাঁসরা রইল।
উত্তর: সেখানে বুনো হাঁসরা রইল।
৭.৫) নিরাপদে তাদের শীত কাটে।
উত্তর: নিরাপদে তাদের শীত কাটে।
৮. বাক্য বাড়াও :
৮.১) একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল ?)
উত্তর: একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে একটা ঝোপের ওপর নেমে পড়ল।
৮.২) ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)
উত্তর: ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।
৮.৩) পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড়?)
উত্তর: লাডাকের পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করল।
৮.৪) আবার ঝোপঝাপ দেখা গেল। (কেমন ঝোপঝাপ?)
উত্তর: আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।
৮.৫) গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে?)
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
৯. বাক্য রচনা কর:
রেডিয়ো, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু।
উত্তর: রেডিয়ো = রেডিয়োর সাহায্যে আমরা বিভিন্ন সংবাদ জানতে পারি।
চিঠিপত্র = পিয়নরা আমাদের চিঠিপত্র বিলি করেন।
থরথর = জ্বর হলে আমরা থরথর করে কাপতে থাকি।
জোয়ান = দেশের সৈনিক বা সাহসী যুবকদেরকে আমরা জোয়ান বলে থাকি।
তাঁবু = পাহাড়ি এলাকায় অনেকে ঘুরতে গেলে তাঁবু খাটিয়ে সেখানে থাকেন।
১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১১.১) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল।
১১.২) জোয়ানরা কি কাজ করে?
উত্তর: জোয়ানরা আমাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করে।
১১.৩) দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন?
উত্তর: শীতের শুরুতে যখন বুনোহাঁস দলে দলে দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল সেই সময় একটি বুনোহাঁস আহত হয়ে দল ছেড়ে নিচে নেমে পড়েছিল এবং সেই বুনোহাঁসটি ঝোপের মধ্যে থরথর করে কাঁপতে লাগে। সেই দেখে দুটি বুনোহাঁস নিচে নেমে এসেছিল। এভাবেই দুটি বুনোহাঁস দলছুট হয়েছিল।
১১.৪) বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
উত্তর: বুনো হাঁসেরা জোয়ানের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত।
১১.৫) হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল?
উত্তর: হাঁসেরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে গেল।
১১.৬) ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ — কেমন করে সারা শীত কাটল? এরপর কি ঘটনা ঘটল?
উত্তর: জোয়ানরা সারা শীত বুনো হাঁসদের দেখাশোনা করত, সারা শীতকাল আহত বুনো হাঁসের সাথে তার সঙ্গী বুনোহাঁস ওখানেই থেকে গেল, ধীরে ধীরে আহত হাঁসের ডানা ঠিক হলো। বুনোহাঁসটি একটু একটু করে উড়তে চেষ্টা করল, তাঁবুর ছাদ অবধি উঠে, আবার ধুপ করে পড়ে যেত। এভাবেই সারা শীত দেখতে দেখতে কেটে গেল।
এরপর শীতের শেষে বুনোহাঁসের ডানা সেরে উঠল এবং তারা আবার তাদের নিজেদের দেশে ফিরে গেল।
১২. কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো।
উত্তর: মানুষের প্রতি সহমর্মিতা দেখানো যেমন জরুরি, অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শনও ঠিক ততটাই মহৎ কাজ। একবার প্রবল বর্ষার দুপুরে আমি একটি কাককে আমাদের বারান্দার কোণে ভেজা অবস্থায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখেছিলাম। বৃষ্টির ঝাপটায় পাখিটি উড়তে পারছিল না এবং ঠান্ডায় কাঁপছিল।
আমি আলতো করে একটি শুকনো কাপড় দিয়ে ওর গা মুছিয়ে দিই এবং ঘরের এক কোণে নিরাপদ আশ্রয়ে রাখি। খিদে মেটানোর জন্য তাকে সামান্য চাল আর জল দিয়েছিলাম। কিছুক্ষণ পর রোদ উঠলে এবং শরীর শুকিয়ে গেলে সে তার স্বাভাবিক চঞ্চলতা ফিরে পায়। ডানা ঝাপটিয়ে যখন সে মুক্ত আকাশে উড়ে গেল, তখন মনে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করেছিলাম। প্রাণীদের প্রতি এইটুকু যত্নই অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে।
(এটা ছাত্রছাত্রীদের ধারণা তৈরি করার জন্য দেওয়া হল। এখান থেকে ধারণা নিয়ে ছাত্রছাত্রীরা নিজের মতো একটি গল্প তৈরি করতে পারে।)
১৩.১) লীলা মজুমদারের জন্ম কোন শহরে?
উত্তর: লীলা মজুমদারের জন্ম কলকাতায়।
১৩.২) তাঁর শৈশব কোথায় কেটেছে?
উত্তর: তাঁর শৈশব শিলং পাহাড়ে কেটেছে।
১৩.৩) ছোটদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।
উত্তর: ছোটদের জন্য লিখা তার দুটি বইয়ের নাম হল ‘বদ্যিনাথের বড়ি’ ও ‘মাকু’।
All WBBSE Books Purchasing Link- https://wbbse.wb.gov.in/Web/WBBSEBookSaleCounter?l=GmOMh4ieAsfBrSunLPBveA==&a=I3YtcGlsbHMtTGlzdG9mQm9va3MtdGFi