Class 5 Bengali Darogababu Ebong Habu Question Answer
দারোগাবাবু এবং হাবু - ভবানীপ্রসাদ মজুমদার প্রশ্নোত্তর । Darogababu Ebong Habu - Bhabaniprasad Majumdar । Class 5 Bengali Darogababu Ebong Habu Question Answer । WBBSE
দারোগাবাবু এবং হাবু
১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:
১১. হাবু থানায় গিয়েছিল বেড়াতে (অভিযোগ জানাতে/ চিকিৎসা করাতে/ হারানো পাখি খুঁজতে)।
উত্তর: অভিযোগ জানাতে।
১.২. বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না (টিয়া /পায়রা/ ময়না /কোকিল)।
উত্তর: কোকিল।
১.৩) হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির সংখ্যা (১৭৫/ ১৫০/ ১৭০/ ২৫)।
উত্তর:১৭৫ টি।
২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ।
ক | খ |
নালিশ | কাহিল |
বারণ | উন্মাদ |
পাগল | সবসময় |
সদাই | নিষেধ |
কাবু | অভিযোগ |
উত্তর:
ক | খ |
নালিশ | অভিযোগ |
বারণ | নিষেধ |
পাগল | উন্মাদ |
সদাই | সবসময় |
কাবু | কাহিল |
৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখ:
পায়রা, কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন, থানা, বড়বাবু।
উত্তর:
বিশেষ্য | বিশেষণ |
পায়রা, নালিশ, দুঃখ, থানা, বড়বাবু | কাবু, খুব, করুণ, পোষা, চারজন |
৪. ‘কেঁদে কেঁদে’- এরকম একই শব্দকে পাশাপাশি দু’বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো।
উত্তর: হেঁসে হেঁসে, বেঁধে বেঁধে, বলতে বলতে, রেখে রেখে, মারতে মারতে।
৫. ক্রিয়ার নিচে দাগ দাও:
৫.১) বললে কেঁদেই হাবু।
উত্তর: বললে কেঁদেই হাবু।
৫.২) সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
উত্তর: সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
৫.৩) বললে করুণ সুরে।
উত্তর: বললে করুণ সুরে।
৫.৪) যাবেই যে সব উড়ে।
উত্তর: যাবেই যে সব উড়ে।
৫.৫) ভগবানকেই ডাকি।
উত্তর: ভগবানকেই ডাকি।
৬. বাক্য রচনা কর:
- নালিশ: রমা শিক্ষিকার কাছে পিউ-এর সম্পর্কে নালিশ জানালো।
- ভগবান: আমরা মন্দিরে গেলে ভগবান-কে ডাকি।
- বারণ: বড়োরা মিথ্যে কথা বলতে বারণ করেন।
- করুণ: ছেলেটি করুণ সুরে তার মায়ের কাছে আবদার করল।
- ভোর: ভোর বেলার প্রাকৃতিক দৃশ্যটি দেখতে খুব ভালো লাগে।
৭. ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো:
৭.১) হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো।
৭.২)জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় ।
৭.৩) হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে।
৭.৪) বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
৭.৫) দারোগাবাবুর উত্তর শুনে হাবুবে বেজায় কাতর হয়ে পড়ল।
উত্তর: ৭.১) হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো।
৭.২) হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে।
৭.৩) বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
৭.৪) জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
৭.৫) দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।
৮. কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো।
উত্তর: (হাবু – বড়োবাবু), (মেজদা – সেজদা),(পাগল – ছাগল), (বেঁধেঁ – কেঁদে),(সাতটা – আটটা),(দারোগাবাবু – কাবু)।
৯. বাক্য বাড়াও:
৯.১) হাবু গিয়েছিল । (কোথায়? কখন?)
উত্তর: হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল।
৯.২) বড়দা পোষেন বেড়াল । (কয়টি? কেমন?)
উত্তর: বড়দা সাতটা ছোটো বড়ো বেড়াল পোষেন।
৯.৩) হাবু ভগবানকে ডাকে । (কেন? কখন?)
উত্তর: হাবু সারা দিন-রাত দুঃখে ভগবানকে ডাকে।
৯.৪) দারোগাবাবু বলেন ঘরের জানলা – দরজা খুলে রাখতে । (কাকে ?)
উত্তর: দারোগাবাবু হাবুকে বললেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে।
৯.৫) হাবুর পায়রা উড়ে যাবে । (কয়টি ?)
উত্তর: হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে।
১০.১) ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখ ।
উত্তর: ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়।
১০.২) তোমার পাঠ্য কবিতাটির কবি কে?
উত্তর: ভবানীপ্রসাদ মজুমদার।
১০.৩) তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখ ।
উত্তর: তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘মজার ছড়া’ ও ‘নাম তাঁর সুকুমার’।
১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১১.১) হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উত্তর: হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল।
১১.২) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
উত্তর: হাবুর বড়দা ঘরে ছোটো বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল পোষেন।
১১.৩) হাবুর করুন অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়?
উত্তর: হাবুর নিজের দেড়শোটি পায়রা ছিল। সেই জন্য সে তার ঘরের দরজা-জানলা খুলতে পারত না, দরজা-জানলা খুললে তার পায়রাগুলিও উড়ে চলে যাবে। এইভাবেই হাবু তাঁর করুন অবস্থার জন্য নিজে দায়ী।
১১.৪) দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন?
উত্তর: দারোগাবাবু হাবুকে যে পরামর্শটি দিয়েছিলেন সেটি তার পছন্দ হয়নি কারণ যদি সে ঘরের দরজা-জানলা খুলে দেয় তবে তার দেড়শোটি পায়রা উড়ে চলে যাবে।
১১.৫) দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।
উত্তর: বড়োবাবুর কাছে হাবু গিয়ে নালিশ জানিয়েছিল যে, ঘরে তার মেজদা, সেজদা ও বড়দা বেড়াল, ছাগল, কুকুর এইসব রাখার কারণে ঘর গন্ধ হয়ে যায়। সেই গন্ধে তার প্রাণ যায় যায় অবস্থা। এভাবেই দারোগাবাবুর কাছে হাবু তার দুঃখের বিবরণ দিয়েছিল।
All WBBSE Books Purchasing Link- https://wbbse.wb.gov.in/Web/WBBSEBookSaleCounter?l=GmOMh4ieAsfBrSunLPBveA==&a=I3YtcGlsbHMtTGlzdG9mQm9va3MtdGFi